Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) দেশের শিক্ষা ব্যবস্থাপনায় শিক্ষাতথ্য ও পরিসংখ্যান সংগ্রহ, সংরক্ষণ, বিতরণ ও প্রচারের একমাত্র সরকারি সংস্থা।১৯৭৬-৭৭ অর্থ বৎসরে শিক্ষা মন্ত্রণালয়ের সংযুক্ত দপ্তর হিসাবে সংস্থাটি কাজ শুরু করে। পরবর্তীতে সংস্থাটি শিক্ষাক্ষেত্রে ধারাবাহিক উন্নয়নের সাথে সম্পৃক্ত হয়ে শিক্ষাতথ্য বিনির্মাণ ও সরবরাহ করে জাতীয় ও আন্তজার্তিক সংস্থাসমূহের কাছে সমাদৃত হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটি শিক্ষাতথ্য ও পরিসংখ্যান কার্যক্রম ছাড়াও শিক্ষা সেক্টরে আই.সি.টি. প্রশিক্ষন ও আই.সি.টি. শিক্ষার প্রসারে ব্যাপক ভূমিকা রাখছে। এর ই ধারাবাহিকতায় সিলেট সদরে উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই) ব্যানবেইস থেকে প্রতিষ্ঠা করা হয়। 

ইতিবৃত্ত

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর নির্দেশনায় গঠিত ড. মুহাম্মদ কুদরত-এ-খুদা শিক্ষা কমিশনের ১৯৭৪ সালে প্রণীত সুপারিশের প্রেক্ষিতে স্বাধীন    বাংলাদেশে পৃথক একটি শিক্ষাতথ্য সংস্থা হিসেবে ‘বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)’ প্রতিষ্ঠা করা হয়।সীমিত জনবল নিয়ে একজন পরিচালকের অধীনে ২ জন বিভাগীয় প্রধানের মাধ্যমে প্রতিষ্ঠানটি কাজ শুরু করে। পরবর্তীতে কম্পিউটার বিভাগ যুক্ত করে প্রতিষ্ঠানের কলেবর বৃদ্ধি করা হয়। বর্তমানে একজন মহাপরিচালকের নেতৃত্বে প্রধান কার্যালয়ে ১৬৭ জন এবং মাঠ পর্যায়ে এ ৬৪০ জন কর্মকর্তা কর্মচারী কাজ করছেন । উপজেলা পর্যায়ে আধুনিক শিক্ষা ও আইসিটি শিক্ষা প্রসার এবং শিক্ষকদের ট্রেনিং এর জন্য প্রাথমিক পর্যায়ে ৬৪ জেলার  ১২৫ টি উপজেলায় উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই) ভবন প্রতিষ্ঠা করার উদ্যোগ নেয়া হয়। 

ইউআইটিআরসিই ভবন, সিলেট সদর, সিলেট

ইউআইটিআরসিই ভবন সিলেট সদর উপজেলা পরিষদ এ অবস্থিত। বর্তমানে ইউআইটিআরসিই ভবনে দুইটি অফিস অবস্থিত- ব্যানবেইস এর অফিস এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। নিচের ফ্লোর এ ব্যানবেইস অফিস ও মাধ্যমিক অফিস অবস্থিত। দ্বিতীয় তলায় ব্যানবেইস এর ল্যাব, সাইবার সেন্টার, একটি মিটিং রুম এবং একটি গেস্ট রুম অবস্থিত। ল্যাব এ ২৪ টি উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার, একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রজেক্টর, ৩টি এসি ও মাস্টার ট্রেইনারদের জন্য দুইটি ল্যাপটপ আছেে। সাইবার সেন্টার এ উচ্চ ক্ষমতা সম্পন্ন ৫ টি কম্পিউটার  এবং উচ্চ গতির ইন্টারনেত কানেক্‌শন এর ব্যবস্থা আছে। গেস্ট রুম এ দুই জনের থাকার জন্য দুইটি বিছানা, একটি টেবিল এবং একটি আলমারির ব্যবস্থা করা হয়েছে।