Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যত পরিকল্পনা

সাম্প্রতিক বছরসমূহের (৩ বছরপ্রধান অর্জনসমূহ

“সমন্বিত শিক্ষাতথ্য বিনির্মাণ এবং মানসম্মত আই.সি.টি. প্রশিক্ষণ প্রদান” এ ভিশন নিয়ে উপজেলা আই.সি.টি. ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (UITRCE), সিলেট সদর, সিলেট কাজ করে যাচ্ছে।

পরিসংখ্যান ডাটা সংগ্রহ: UITRCE, উপজেলাঃ সিলেট সদর, জেলাঃ সিলেট, গত ২০১৯ , ২০২০ ও ২০২১ সনে ব্যানবেইস কর্তৃক পরিচালিত অনলাইন জরিপের মাধ্যমে প্রতিবছর সিলেট সদর উপজেলার প্রায় ১৫৬ টি পোস্ট প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপের প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ যথাসময়ে সম্পন্ন করে। এছাড়া এই ১৫৬ টি পোস্ট প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানের GIS এর ডাটা হালনাগাদকরণ  সম্পন্ন করেছে। মাধ্যমিক পর্যায়ের  (৬ষ্ঠ-১০ম) ৫৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের তথ্য যথাসময়ে হালনাগাদের কাজও প্রতিবছর করে থাকে ।

আইসিটি বিষয়ক প্রশিক্ষণ: গত তিন বছরে UITRCE, উপজেলাঃ সিলেট সদর, জেলাঃ সিলেট, এ প্রাথমিকোত্তর স্তরের ২৪০ জন শিক্ষককে ১৫ দিন ব্যাপী বেসিক আই.সি.টি. বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে এবং “কম্পিউটার হার্ডওয়ার মেইন্টেনেন্স, ট্রাবলশুটিং ও নেটওয়ার্কিং” মডিউলে ২৪ জন শিক্ষককে ১৫দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়েছে। এছাড়াও ২৮৮ শিক্ষককে ০৬দিনব্যাপী Training on Interactive Online Teaching and Live Class Management” বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

সমস্যা এবং চ্যালেঞ্জসমূহঃ বিদ্যমান UITRCE ব্যবস্থাপনা নীতিমালা সংশোধন করে শিক্ষকবৃন্দের জন্য আই.সি.টি. প্রশিক্ষণের পাশাপাশি স্থানীয় যুবসমাজকে বিনামূল্যে আই.সি.টি. ও আউটসোর্সিং কাজের প্রশিক্ষণ আয়োজন। প্রশিক্ষণের মান উন্নয়নের স্বার্থে মাস্টার ট্রেইনারগণের পাশাপাশি স্থানীয় দক্ষ আই.সি.টি. প্রশিক্ষকদের রিসোর্স পার্সন হিসেবে অন্তর্ভুক্তিকরণ। প্রশিক্ষণকে আকর্ষণীয় করতে প্রশিক্ষণ উপকরণ হিসেবে পুস্তিকারূপ প্রশিক্ষণ ম্যানুয়েল অন্তর্ভুক্তিকরণ।

ভবিষ্যৎ পরিকল্পনাঃ বর্তমান সরকারের ‘রূপকল্প ২০২১’ এর আওতায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণএবং ২০৪১ সনের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে শিক্ষাক্ষেত্রে সঠিক, নির্ভুল ও গ্রহনযোগ্য তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও সরবরাহের লক্ষ্যে উপজেলা পর্যায়ে UITRCE কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য ব্যানবেইস এর নিয়ন্ত্রণাধীন শিক্ষা ক্ষেত্রে একক ও সমন্বিত শিক্ষাতথ্য ব্যবস্থাপনা সিস্টেম (IEIMS) Integrated Education Information Management System প্রতিষ্ঠা করা। সমন্বিত শিক্ষাতথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (IEIMS) ও CRVS (Civil Registration Vital Statistics) এর আলোকে স্টুডেন্টস প্রোফাইল প্রণয়ন ও ইউনিক আইডি প্রদান কার্যক্রমে ব্যানবেইস কর্তৃক অর্পিত দায়িত্ব পালন। UITRCE এর কার্যক্রম সম্প্রসারণ করে উপজেলা পর্যায় শিক্ষা তথ্য সংগ্রহ সংরক্ষণ ও বিতরণ এবং শিক্ষায় আইসিটি ও আইসিটি শিক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রমে UITRCE কে ফোকাল পয়েন্ট রুপে গড়ে তোলা এবং মাঠ পর্যায়ে  বিদ্যামান শিক্ষা প্রতিষ্ঠান সমূহের অবস্থিত ICT  Lab সমূহ নিয়মিত পরিদর্শন ।

২০২২-২৩ অর্থবছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহঃ 

নিম্নোক্ত কার্যক্রমের মাধ্যমে UITRCE, উপজেলাঃ সিলেট সদর, জেলাঃসিলেট, দেশের শিক্ষার উন্নয়ন ও বর্তমান সরকারের ‘রূপকল্প ২০২১’ এর আওতায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ব্যানবেইস এর নেতৃত্বে কাজ করে যাচ্ছে। এছাড়া টেকসই উন্নয়ন অভীষ্ট-২০৩০ ও অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে জাতীয় নির্দেশক কাঠামো (NSDES) ও পরিবীক্ষণের নিমিত্তে ব্যানবেইস কর্তৃক গৃহীত পদক্ষেপ  বাস্তবায়নে UITRCE, উপজেলাঃ সিলেট সদর, জেলাঃসিলেট, নিম্নরূপ কার্যক্রম  গ্রহণ করেছে।

  • Online বার্ষিকশিক্ষাজরিপএরমাধ্যমেউপজেলার১৫৬টিপোস্ট প্রাইমারিশিক্ষাপ্রতিষ্ঠানেরতথ্যসংগৃহীতহবে।
  • উপজেলা পর্যায়ে UITRCE তে প্রায় ৪৮০ জন শিক্ষককে  Basic Computer  বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।
  • লোকাল সাইবার সেন্টারের মাধ্যমে ই-সেবা গ্রহীতার সংখ্যা ২০২২-২০২৩ অর্থবছরে  এ ১৮০ এবৃদ্ধিকরণ।
  • সমন্বিত শিক্ষাতথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (IEIMS) ও CRVS এর আলোকে স্টুডেন্টস প্রোফাইল প্রণয়ন ও ইউনিক আইডি প্রদানে ব্যানবেইস কর্তৃক গৃহীত কার্যক্রম সুচারুভাবে সম্পাদন করা।
  • উপজেলায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচনের ফোকাল পয়েন্ট হিসেবে কার্যক্রম সম্পাদন।
  • শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি সেবা।


চূড়ান্ত ফলাফল/প্রভাব

 

কর্মসম্পাদন সূচকসমূহ

 

একক

 

প্রকৃত অর্জন

লক্ষ্যমাত্রা 

২০২২-২৩

প্রক্ষেপণ  

নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে যৌথভাবে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়/বিভাগসংস্হাসমূহের নাম

 

উপাত্তসূত্র

 

২০২০-২১

২০২১-২২

২০২৩-২৪

২০২৪-২৫

১০

(১) মান সম্পন্ন শিক্ষা পরিসংখ্যান বির্নিমাণের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাপনা শক্তিশালী করণ

শিক্ষাতথ্য সংগ্রহের নিমিত্ত শিক্ষা প্রতিষ্ঠান

সংখ্যা

156

156

156

160

160

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো এবং ইউআইটিআরসিই, সিলেট সদর, সিলেট


(২) শিক্ষারগুণগতমানবৃদ্ধি

আই.সি.টি. প্রশিক্ষিতশিক্ষক

সংখ্যা

192

288

480

480

480

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো এবং ইউআইটিআরসিই, সিলেট সদর, সিলেট


(৩)ই-সেবা প্রদান

ই-সেবা প্রাপ্ত শিক্ষক ও শিক্ষার্থী

সংখ্যা

--

--

180

200

220

ইউআইটিআরসিই, সিলেট সদর, সিলেট


(৪)স্টুডেন্টস কেবিনেট নির্বাচন পরিচালনা

মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসা

সংখ্যা

-

-

58

60

60

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো এবং ইউআইটিআরসিই, সিলেট সদর, সিলেট