ইউআইটিআরসিই, ব্যানবেইস, সিলেট সদরে ২০১৫-২০১৬ অর্থ-বছরে ০৯ টি, ২০১৬-২০১৭ অর্থ-বছরে ২৪ টি, ২০১৭-২০১৮ অর্থ-বছরে ০৮ টি , ২০১৮-১৯ অর্থ-বছরে ০৭টি, ২০১৯-২০ অর্থ-বছরে ৩টি ও ২০২০-২১ অর্থ-বছরে ৭টি, ২০২৩-২৪ অর্থ-বছরে ৮টি ব্যাচে মোট ৬৬টি ব্যাচের "আইসিটি ট্রেনিং ফর টিচার্স" শিরোনামে প্রশিক্ষণ সু-সম্পন্ন হয়েছে । যার মাধ্যমে ১৫৮৪ জন শিক্ষককে বেসিক আইসিটি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে । তাছাড়া ২০১৮-১৯ অর্থ-বছরে ০২, ২০২০-২১ অর্থ-বছরে ০১টি ব্যাচে মোট ০৩ টি ব্যাচে ৭২ জন জন শিক্ষককে কম্পিউটার হার্ডওয়ার নেটওয়ার্ক ট্রাবলশ্যুটিং বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এবং ২০২১-২২ অর্থ-বছরে মোট ১২টি, ২০২২-২৩ অর্থ-বছরে মোট ০৭ টি ব্যাচে মোট ১৯ টি ব্যাচের মাধমে ৪৫৬ জন শিক্ষককে ''ট্রেনিং অন ইন্টারেক্টিভ অনলাইন টিচিং এন্ড লাইভ ক্লাস ম্যানেজমেন্ট'' বিষয়ক প্রশিক্ষণ সু-সম্পন্ন হয়েছে। যার মাধ্যমে এ যাবৎ মোট প্রশিক্ষণের তালিকা সর্বমোট ৮৫টি ব্যাচের ২১১২ জন শিক্ষককে আইসিটি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে ।
স্টুডেন্ট কেবিনেট নির্বাচনঃ
২০১৮ সালে ৯২টি শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের ফোকাল পয়েন্ট হিসাবে দায়িত্ব পালন ও অনলাইন এ ভোটের ফলাফল সফলভাবে প্রেরণ নিশ্চিতকরণ।
বার্ষিক শিক্ষা জরিপঃ
২০২৩ সালে সিলেট সদর উপজেলাধীন মোট ১৫৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের অনলাইনের মাধ্যমে বার্ষিক শিক্ষা জরিপের তথ্য ব্যানবেইস সার্ভারে সফলভাবে প্রেরণ করা হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ নির্ণয় (GIS SURVEY):
২০১৮ সাল থেকে ০৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের GIS SURVEY এর মাধ্যমে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ নির্ণয় এবং গুগল ম্যাপে অন্তর্ভুক্তিকরণ।
CRVS (Civil Registration & Vital Statistics) সংক্রান্ত সেবাঃ
ইউনিক আইডি প্রদান সংক্রান্ত শিক্ষার্থী প্রোফাইল ও ডেটাবেজ প্রণয়নের নিমিত্ত শিক্ষার্থী তথ্যফরম হার্ডকপি ও অনলাইন সফটওয়্যার এ পূরণের জন্য সিলেট সদর উপজেলাধীন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও একজন IT শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বর্তমানে ইউনিক আইডি প্রদান সংক্রান্ত শিক্ষার্থী প্রোফাইল ও ডেটাবেজ প্রণয়নের নিমিত্ত শিক্ষার্থী তথ্যফরম হার্ডকপি ও অনলাইন সফটওয়্যার এ পূরণের ডাটা এন্ট্রির কাজ চলমান রয়েছে।
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপনঃ
ইউআইটিআরসিই, ব্যানবেইস, সিলেট সদর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং সকল পর্যায়ের সেবাগ্রহীতাবৃন্দের জন্য পুস্তকসমৃদ্ধ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপন করা হয়েছে। যা সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞানার্জন এবং শিক্ষা-গবেষণা বিষয়ে সহায়ক ভূমিকা রাখছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস