Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

স্বাগতম উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (UITRCE), ব্যানবেইস, সিলেট সদর, সিলেট।


ছবি
শিরোনাম
সিলেট সার্কিট হাউস
বিস্তারিত

সিলেট সার্কিট হাউস


সর্বপ্রথম ১৯৫৪ সালে সার্কিট হাউস কটেজ নির্মাণ করা হয় । পরবর্তীতে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব এম সাইফুর রহমান ২৪ জানুয়ারি ২০০৫ খ্রিঃ ( ১১ মাঘ ১৪০৯ বঙ্গাব্দ ) ভি ভি আই পি সার্কিট হাউসের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং ৩ সেপ্টেম্বর ২০০৮খ্রিঃ ( ১৯ ভাদ্র ১৪১২ বঙ্গাব্দ) তারিখে ভি ভি আই পি সার্কিট হাউজ এর শুভ উদ্বোধন করেন । সিলেট শহরের মাঝ দিয়ে প্রবাহিত সুরমা নদীর উত্তর তীরে, বিখ্যাত ক্বীন ব্রীজের ডান পার্শ্বে সুন্দর ও মনোরম পরিবেশে ১.৮৭ একর জায়গার উপর ২ টি সুরম্য ভবন নিয়ে সিলেট সার্কিট হাউজ অবস্থিত ।

নতুন ভবনঃ ভি ভি আই পি সার্কিট হাউজ ভবন

মোট কক্ষ সংখ্যাঃ ১৩ টি ।

(ক) ভি ভি আই পি স্যুট- ০৩ টি ( এ সি)

১। ভি ভি আই পি স্যুট কক্ষ নং- ২০১, ৩০১, ৩০২

(খ) ভি ভি আই পি এসোসিয়েট কক্ষ - ০১ টি ( এ সি) কক্ষ নং- ২০৪

(গ) ভি ভি আই পি ডাইনিং রুম -০১ টি ( এ সি) কক্ষ নং- ২০৩

(ঘ) ভি আই পি কক্ষ - ০৮ টি ( এ সি) ডাবল বেড-৩ টি, সিঙ্গেল বেড- ৫ টি ।

১। ভি আই পি কক্ষ নং- ২০৫, ২০৬, ২০৭ , ২০৮

২। ভি আই পি কক্ষ নং- ৩০৫, ৩০৬, ৩০৭, ৩০৮

(ঙ) কেন্দ্রীয় কনফারেন্স রুম - ০১ টি ( এ সি) ধারণ ক্ষমতাঃ সর্বোচ্চ ৯০ জন ।

(চ) মিনি কনফারেন্স রুম - ০২ টি ( এ সি) প্রতিটির ধারণ ক্ষমতাঃ ২০ জন ।

(ছ) কেন্দ্রীয় ডাইনিং রুম - ০১ টি ( এ সি) ।

· প্রতিটি কক্ষে টি ভি দেখার সুবিধা রয়েছে ।

· উন্নত মানের ব্যাক-আপ জেনারেটর সুবিধা রয়েছে ।

· কম্পিউটার সুবিধা নেই ।

· ইন্টারনেট কানেকশন নেই ।

· ইনডোর আউটডোর সুবিধা নেই তবে ফুট ওয়াক করার মত সুবিধা রয়েছে ।

পুরাতন ভবনঃ

মোট কক্ষ সংখ্যা -১৯ টি

(ক) ভি আই পি কক্ষ - ০৪ টি ( এ সি )। ডাবল বেড-০২ টি, সিঙ্গেল বেড- ০২ টি। নাম-সুরমা, কুশিয়ারা, সারি, পিয়াইন ।

(খ) ষ্টোর রুম-০১ টি ।

(গ) ডাবল বেড নন এ সি- ১৪ টি ।