Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

স্বাগতম উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (UITRCE), ব্যানবেইস, সিলেট সদর, সিলেট।


শিরোনাম
ভিশন মিশন
বিস্তারিত

ভিশন মিশন

ভিশন

সমন্বিত শিক্ষাতথ্য ও পরিসংখ্যান বিনির্মাণ এবং আই. সি. টি.র মাধ্যমে দক্ষ মানব সম্পদ উন্নয়ন।

মিশন

মানসম্পন্ন শিক্ষাতথ্য ও পরিসংখ্যান বিনির্মাণ, ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা, আই. সি. টি. শিক্ষা প্রসারের মাধ্যমে জাতীয় উন্নয়নে তথ্য ও তথ্যনির্ভর পরিকল্পনা নিশ্চিত করা এবং দক্ষ মানব সম্পদ গড়ে তোলা।

লক্ষ্য উদ্দেশ্য

  • জাতীয় পর্যায়ে শিক্ষা সংক্রান্ত তথ্য ও পরিসংখ্যান সংরক্ষণ, সংকলন, সরবরাহ ও প্রচার করা।
  • দেশে শিক্ষা শুমারি, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় জরিপসহ নানা ধরনের বিশ্লেষণধর্মী তথ্যের জন্য জনমত জরিপ করা।
  • শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, প্রতিষ্ঠানের অবকাঠামোসহ অন্যান্য তথ্যের ডাটাবেইস প্রণয়ন ও Education GIS (School Mapping) এর মাধ্যমে ডাটা ওয়্যার হাউসকে সমৃদ্ধ করা।
  • শিক্ষাতথ্য বিশ্লেষণের মাধ্যমে শিক্ষা পরিকল্পনা ও মূলনীতি প্রণয়নকারী সংস্থাসমূহে হালনাগাদ তথ্য সরবরাহ নিশ্চিত করা।
  • জাতীয় পর্যায়ে একটি বিশেষায়িত ডিজিটাল লাইব্রেরি পরিচালনা করা।
  • শিক্ষাক্ষেত্রে সকল ধরনের শিক্ষা সংক্রান্ত ডকুমেন্ট সংগ্রহ করে একটি শিক্ষা বিষয়ক জাতীয় ডকুমেন্টেশন সেন্টার পরিচালনা করা।
  • শিক্ষা ক্ষেত্রে সমন্বিত শিক্ষাতথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (আই.ই.আই.এম.এস.) প্রতিষ্ঠা করা এবং এর Focal Point হিসেবে কাজ করা।
  • বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় নিয়মিত শিক্ষা সংক্রান্ত তথ্য সরবরাহ করা।
  • শিক্ষাক্ষেত্রে বিভিন্ন বিষয়ে গবেষণা কার্য পরিচালনা করা।
  • শিক্ষা ক্ষেত্রে আই. সি. টি. প্রশিক্ষণ প্রদান ও আই. সি. টি. শিক্ষা প্রসারে ব্যবস্থা গ্রহণ।
  • উপজেলা পর্যায়ে আই.সি.টি. প্রশিক্ষণ প্রদান এবং শিক্ষার রিসোর্স সেন্টার প্রতিষ্ঠা করা।

গুরুত্বপূর্ণ কার্যক্রম

  • শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত অনলাইন জরিপ পরিচালনা করে বার্ষিক প্রতিবেদন তৈরি করা ও সকল Stakeholder / সংস্থাসমূহে বিতরণ।
  • ব্যানবেইস এ স্থাপিত শিক্ষা সেক্টরের জাতীয় ডাটা ওয়্যার হাউসে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রোফাইল তৈরি এবং প্রতিনিয়ত হালনাগাদকরণের কাজ সম্পাদন।
  • শিক্ষা সেক্টরে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন কার্যক্রম পরিকল্পিত ব্যবস্থাপনা অধীন নিয়ে আসার জন্য আধুনিক Education GIS (School Mapping) পদ্ধতি অবলম্বন করে তথ্য সরবরাহ।
  • ব্যানবেইস এর বিশেষায়িত লাইব্রেরিকে আধুনিক অটোমেশন পদ্ধতি বাস্তবায়ন করে ডিজিটাল লাইব্রেরি পরিচালনা।
  • শিক্ষার জাতীয় ডকুমেন্টেশন কেন্দ্রকে e-book পদ্ধতির আওতায় সকল ডকুমেন্ট ওয়েবসাইটে আপলোড করে সকলের প্রয়োজন অনুসারে ব্যবহারের সুযোগ সৃষ্টি করা।
  • সকল শিক্ষা প্রতিষ্ঠানকে online এর আওতায় নিয়ে এসে ম্যানুয়াল পদ্ধতির স্থলে দ্রুত তথ্য সংগ্রহ এবং প্রক্রিয়াকরণের মাধ্যমে তথ্য ব্যাংক সমৃদ্ধ করা।
  • উচ্চশিক্ষা ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রাপ্ত স্কলারশীপের আবেদন online এ গ্রহণ করে দ্রুততার সাথে যোগ্য প্রার্থী নির্বাচনের কার্যক্রম পরিচালনা।
  • ব্যানবেইস এ প্রতিষ্ঠিত আধুনিক আই. সি. টি. ল্যাবকে ব্যবহার করে শিক্ষা মন্ত্রণালয়, দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, কর্মচারীদের আই. সি. টি. বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা।
  • দেশের শিক্ষা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি  শিক্ষা প্রসারে প্রতিটি উপজেলায় উপজেলা আই.সি.টি. ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউ.আই.টি.আর.সি.ই.) স্থাপন করে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষককে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে প্রশিক্ষিত করা এবং তৃণমূল পর্যায়ে ই-সেবা নিশ্চিত করা।
  • শিক্ষা ক্ষেত্রে নানাবিধ গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নিয়মিত গবেষণাকার্য পরিচালনা করা।
  • UNESCO সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কার্যকর সম্পর্ক প্রতিষ্ঠা করা।
  • টেকসই উন্নয়ন অভিষ্ঠ (এসডিজি), ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, রূপকল্প:২০২১, রূপকল্প:২০৪১ অর্জনে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও সরবরাহ করা।
  • স্টুডেন্ট কেবিনেট এর ফোকাল পয়েন্ট হিসাবে কার্যক্রম পরিচালনা করা।